যন্ত্রণাগুলো সুখের মতন, ভাগাভাগি করা যায়?
বেদনার ক্ষণে কোন মানুষে, পাশে কি কাউকে পায়?
মানুষে মানুষে কত ভেদাভেদ, শুধুই দেবার বেলায়,
নেবার জন্য ওঁত পেতে থাকে, বিবেক হারায় হেলায়।
জাত বেজাতে কত লাঠালাঠি, ঘৃণ্য হানাহানি,
ধর্ম নামের বানিজ্যে শুধু, স্বার্থের টানাটানি।
এসেছে