-ভালোবাসার সেঁতু
ভালোবাসা কি মায়া? মননে বসবাস তার!
আত্মার সমীপে অহরহ, ছিটে ফোটায় ঘুরে বড়ায়
এখানে ওখানে যখন তখন আত্মীয় বুনে;
নাকি শরীরিও আত্মিক সোদা বসবাস?
পৃথিবী প্রাণীর সৃষ্টিকমল রসে
সহসা রসালো ভালোবাসায়,কালে কালে
যুগের ইতি কথায় প্রত্যয়ি প্রাঞ্জল, কোথা হতে আসে সে?
কোথায় তার নিত্য বসবাস?
ভাবনা প্রদ্বীপ জ্বেলে জ্বেলে নিঃস্ব