আমাকে ফেরাও নদী, রোদজল চিকচিক
আমাকে ফেরাও এক জোড়াশালিক
আমাকে ফেরাও উইঢিবির মুখ,
আমাকে ফেরাও প্রজাপতি সুখ,
আমাকে ফেরাও ফেলে আসা উঠোনের লাউলতা,
আমাকে ফেরাও পুঁই মাচানের সবুজকথা।
ধূলো পড়া বই, কবিতা গল্প, আমাকে ফেরাও,
সন্ধ্যার ঝলমলে সোনালি চাঁদ আমাকে ফেরাও,
ঘুড়ি হাতে বালকের হাসি,
কিশোরীর দু’বেনীর নরম আবেগ