কতগুলো নদীতে গিয়েছো ভেসে,
কতগুলো দীঘিতে করেছো স্নান,
কতগুলি ঝিনুকের মুক্তোগুলি ছুঁয়েছো,
কতগুলি বর্ষায় রাত বিরেতে ভিজেছো,
একবার বলে দাও হে প্রিয়,
করো না কো অভিমান। তোমারি চোখে দেখেছি মোর সর্বনাশ
তোমারি শরীরে পেয়েছি না-ছোঁয়া অচেনা ঘ্রাণ
সে কি প্রাণ না কি মৃত্যুভয় ?
এখনো ভেবে

