তাই কি এত দূরে থাকিস? আরে আরে দুষ্ট মেয়ে
রাখ না আমায় জড়িয়ে ধরে
একটিবার শক্ত করে; কি হবে রে ছুয়ে দিলে?
হাতে হাতে
ঠোঁটে ঠোঁটে;
হ্রদয় তো কবেই ছুয়েছিস
শরীর ছোয়াঁয় কেন দূরে? ও কি রে?
কান্না কেন চোখেচোখে?
আরে আরে দেখ দেখ
লবণ পানি চোখের কোণে
বোকা মেয়েরে, বোকা মেয়ে।

