জানালা খুলে দাঁড়িয়ে ছিলাম;
যীশু বললো, “এখানে মধ্যরাতে ঈশ্বর আসবেন।”
মিনিট থেকে মাস
মাস থেকে আলোকবর্ষ ঈশ্বরের অপেক্ষায় থেকে থেকে
আবার জানালার ধারে গেলাম;
ক্রুশবিদ্ধ যীশু চিৎকার করে ওঠলো,
“মধ্যরাত হতে এখনো কিছুটা বাকি।”
কুরআন, পুরান, বাইবেল এবং আমার অন্তর খুলে
ঈশ্বরের প্রতিক্ষায় রইলাম।
তার আরও এক কোটি বছর পর প্রকম্পিত ইথারে
যেই মধ্যরাতের