যদি দেখি আসিয়াছে রোদ এক চিলতে—
আমার গন্ডদেশ আলোকিত করিতে
অবকাশ নেই ভাবনার রোদ আমায় ভালবাসিয়াছে—
চেয়ে দেখি অনতিদূরে প্রহর গুনিছে;
নিকষ কালো মেঘ, স্বপ্ন আমার গ্রাস করিতে
ক্ষণিকের প্রেম তখন উবে যায় নিমিষে।
রোদ আর মেঘ খেলা রচে যায় নিরন্তর
পূর্ণিমার আড়ালে অমানিশা চিরন্তর—
তুমি আছ; তুমি নেই, তুমি থাকিবেনা আর
তোমার