বহমান
দেখতে দেখতেই জুলাই পেরিয়ে
আসছে আসছে আসছে
আরেকটা ফ্ল্যাগডে – মাংসভাত –
অপোগন্ড লেকচারের বাহ্যস্ফোট।
দিন আনা আর খাওয়ার মাঝেও
এখন ইংলিশ চ্যানেল ওঁত পেতে থাকে
অধ্যবসয়ী মাছ শিকারি।
স্বচ্ছ ভারত, অনুপ্রবেশ কিম্বা ধর্ষন বিতর্ক
না জেনেই দূরতম জেলা প্রান্ত
ছলছল জলে ডুবে অখাদ্য ত্রাণ গেলে,
শহর প্রান্তের ইঁট বালি সিমেন্ট
উৎসুক হয় আরো