সম্পর্ক গ্রাফ
প্রান্তিক মন অসাবধানে খেলছে নষ্ট কিশোরবেলা,
বিষপুকুরের বিষনজরেও মাধবীলতায় ফুলের মেলা।
কবিতা এখানে-কবিতা সেখানে, হৃদয়পিণ্ড মুসকুরায়,
কানের লতিতে জগজিৎ সিং, বাস্তব ঠোঁট জিভ বুলায়।
দেখা-নাদেখার কালবেলাতেই মনখারাপের লাগছে ধুম,
মিঁঞাও ডেকে ছন্দ দেদার খাচ্ছে আদর কোলের ওম।
মানসী এখানে-মানসী ওখানে, অন্ধগলিতে ভুতের নাচ,
মুঠোভাষ কাঁদে এখানে ওখানে, প্রত্যাশা কুঁড়ি হচ্ছে