লালাভ আভা রয়ে গিয়েছে,
ডিমের কুসুমের মতো সূর্যটা
টুপ করে ডুবে যাওয়ার,
আগে থেকেই তাকিয়ে আমরা। ঘরে ফেরা গরুগুলোর পায়ের ধূলো
তখনো ঊড়ছিল, দূরে নদীর তীরে।
ধীরে ধীরে আবছা হয়ে যাওয়া
পথ ধরে বাড়ি ফিরছিলাম,
বরুণদের পরিত্যক্ত মন্দিরের
কাছে আসতেই,
হঠাৎই নীরবতার অবসান- -জানিস অরুণ, সাপে কাটলে
ঘোড়া মরে না কখনো। -বাজে কথা

