মহুয়া বনে মাতাল হাওয়া
ডাল ভাঙ্গার চুরমার শব্দে;
নিঃশব্দে-
কলিজার ভিতরে যেন মিশে যাচ্ছে পিত্তরস-
মুখ ভর্তি তিক্ততায়-
কি এক গরল বিষে;
নিমিষেই বুঝতে পারি-টের পাই
দেহে অচেনা মোচড়- অঙ্গপ্রত্যঙ্গের রদবদল অন্তরের সবটুকু বিষ কানে ঢেলে দিয়ে
কানেকানে কি যেন চাইছে বলতে-
ফিসফাস-
আমি বুঝতে পারি না কিছুই
সব শব্দ অক্ষর

