কেউ সখের কবি
পৃষ্ঠা উল্টাতেই দিনগুলো ঝুরঝুর ঝরে
একই প্রয়োজনে ব্যাবহৃত পানির গ্লাস বা মাটির কলস
আয়তনের হেরফেরে আশাহত
শীতের অতিথিরা বিদায় নিলে শুরু হয় বিয়োগকৃত যাপন। যে কথা কোকিলের, যে কথা বলেছেন শ্যাম
জানল সবাই দু’জনের ভাষায় মিষ্টির ছড়াছড়ি
আদম চিরকালের কবি
মিষ্টি কথার স্বপ্নবীজ বুনে

