হয়ে যাচ্ছিলো সেই সময় আকাশটা।
শিমুল তুলোর মতো শুভ্র মেঘগুলো
নীলের ক্যানভাসে দেখে মনে পড়ে গেল,
সেই দিনের মতোই এখন শরৎকাল। পূজোর ছুটি চলছিলো তখন
কুমোরপাড়া ঘুমায়না রাত-দিন।
ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে দেখতাম,
খড়ের কঙ্কাল, মাটি-জল
মিলে মিশে একাকার।
সময় গড়ায়, দিন যায়
হাত-পা-মুখ-চোখ
একে একে সব হয়। এমনই এক ছুটির

