অপরূপ সৌন্দর্যের রজনীগন্ধার বাগান ছিল !
পাপড়ির ঘ্রাণে –
ঘ্রাণে মুগ্ধ হইতাম -প্রায় প্রতিদিন
– সকাল বিকাল
গন্ধে আনন্দ উচ্ছ্বাসে এদিক ওদিক ছুটে চলতাম;
অবোঝ মন –
কখনো বুঝতাম না-রুপ যৌবন সুগন্ধির গায়ে
যে অসহ্যময়
রাতের পালঙ্কে নির্ঘুম পাড়ানির এলার্জি আছে-
কোন সতর্কতার
বার্তা নেই-আভাস নেই ঠিক তাই হলো একদিন

