ওই দূরে ধূসর আঁকাবাঁকা পথ ধরা মেয়েটি
নিত্য ধির মৃদু মন্থরে
হেঁটে যাওয়া তার এখন সাগরবেলায় বসন্তকাল;
পৃথিবীর বিবর্ণ পোস্টারে
তার কথাগুলো, তার ঠোঁট সরু নরম ম্যাসেজ,
তার নামে ঋজুরেখায় ছবি আঁকা অরণ্যানী রংবাহার
পাখি ও লেবুগাছ এবং সবুজ-হলুদ
শুঁকনো পাতার বোরখায়-
শ্রাবণের আকাশ
এই ধুলোদিনে আমার ও

