সেগুনপাতার চুম্বনটুকু
আজ উড়িয়ে দিলাম যতটুকু প্রেরণা
সবিই সেগুনপাতায় বেধে, শুভেচ্ছার চুম্বনটুকু গুছিয়ে রেখো-
হয়তো কোন একদিন প্রয়োজনের মন্ত্র হবে;
একা চলন্ত পথে যখন বিছিন্ন হাঁটবে-
চারদিকে দুর্লভ ঝাপসা অচেনা একাকার-
পৃথিবীর মুড়ো হতে শেষ। ঠিক মুহূর্তে দাঁড়িয়ে মেলে নিয়ো
সেগুনপাতার চুম্বনটুকু; দুর্দান্ত এক শক্তি, চিরন্তন বোধের