চৈত্রের শেষ বিকেলের আরক্ত আকাশের কাছে।
মধ্য বর্ষায় হঠাৎ রংধনু দেখলে যে আনন্দ আসে
তাও বিষাদে ছেয়ে যায় একাকীত্বের বন্দী দেয়ালে। উচ্চ মাধ্যমিকের যেদিন শেষ পরীক্ষাটা হলো
সেদিন থেকেই কিভাবে যেন দূরত্বের শুরু।
ফলাফলের তিন মাস শুধু শূন্যতার হাহাকার,
প্রতি সন্ধ্যায় রাতটাকে দীর্ঘ থেকে

