ঈর্ষাকাতর
দেওয়ালের চারপাশ
ঈর্ষার দাবানল জ্বলতে দেখছি-
পুড়ে যাচ্ছে উর্বর মাটির বুক;
উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !
সেটাও মুছেনি একবিন্দু ঈর্ষার সুখকর চাও।
নিরবতা সবুজের পাতাগুলো
আজও দিব্যি জেগে আছে অমাবস্যার রাত-
অপেক্ষা ফুরাবে এই বুঝি-
টিয়ার লাল করা ঠোঁটের সংকেত পেলেই