-আমিও তো তোমাদের অপেক্ষায় বসে আছি। চলো বেরিয়ে পড়া যাক। বাঁওড়ের পাশে গিয়ে বসি। তারপর ছড়াদাদুর একটা পিতৃদত্ত নাম নিশ্চয়ই আছে। কিন্তু তিনি ছড়াদাদু নামে এতই জনপ্রিয় যে আসল নামটাই যেন গুরুত্বহীন হয়ে পড়েছে। প্রবীণ এবং প্রতিষ্ঠিত ছড়াকার তিনি। শিশু আকাদেমি, রাষ্ট্রপতি

