দু-এক দানা খানার ছিল সত্যি বড়ো আকাল,
ময়না ছিল আহারে উন্মুখ।
হাতেই ছিল মজুত,তবু বাড়াওনি কেউ তা,
ময়না- নাচন দেখায় ছিল মর্ষকামী সুখ।
সমস্তদিন অভুক্ত পেট দেওয়ালে পিঠ চেপে,
ময়না অনেক গুনে গেঁথে বেচেছে আশনাই,
সন্ধেবেলায় দৃশ্যপটের অবাক ওলোটপালোট,
দেউড়িতে তার শিষমহলের বহতা রোশনাই।
এখন যখন চাইলে সবাই অনেকখানি চোখচাপিয়ে
তত্ত্ব তালাশ সদরে