এখান থেকে আমার ভেসে চলা শুরু।
মহাকর্ষের নিয়ম ভেঙে,
তখন আলোর বেগে ছুটে চলা নিউরনে নিউরনে হাজার
আলোক বাতি
লাল-নীল-হলুদ-সবুজ
নীল-লাল-সবুজ-হলুদ,
চারদিক রিমঝিম
ঝিমঝিম রিমঝিম। চোখে ভাসে স্কুলের বেঞ্চ
চক -ডাস্টার, পাটিগণিত।
স্রোতের অনুকূল প্রতিকূল ছাপিয়ে
কানে বাজে ছলাৎ ছলাৎ সেখান থেকেই আমার ডুবে যাওয়া শুরু
পারদের ঘর এখন একশো চার ছুঁই

