আঁকতে চাইনা হতাশার ছবি
স্বপ্ন দেখি ধ্রুব তারা হতে
সকল অচেনা মানুষ চিনে নিতে।
ভাবিনা কোন দিন অরণ্যে হবো লীন
বুকে আছে স্বপ্ন সীমাহীন।
প্রিয়তমার বাহুডোরে
হারাবোনা চিরতরে
রইবো এই জগৎ মাঝারে।
সৃজিবো সুখের নীড়
জনতা তথায় করিবে ভিড়
কল্পনার রঙ মাখিতে হবো অনড়।
সময়ের স্রোতে —
আসিনি গা ভাসাতে
তাকিয়ে আছি সন্মুখপানেতে।
বুনেছি স্বপ্নের জাল
অনাচারিদের

