যে তরুর ডাল ছুঁয়ে স্থির থাকে সবগুলো পাখি
আর এই নদীসম মাতৃকা’রা নাম ধরে করে ডাকাডাকি
যে জলে আলোর খেলা, সারারাত মন জেগে রয়। বিনয়ে বিন্যস্ত চাঁদ এখানেও কতকাল আগে
রেখে গেছে পদছাপ, মানুষের, নিত্য ঋতুতে
কে বলে বিশ্বস্থ নয়, গ্রহতারা- মানব হৃদিতে
অনুগত


archive.php