একটি পাতা রেখে দেব-
কৃতজ্ঞতা স্বীকারে তোমার।
তোমার চলে যাওয়া –
দিগন্তের পথে লীন হওয়া
আমার গায়ে নীলিমার রঙ লেগেছে ঠিকই
তবে
কল্পনার ফানুস ওড়ানো
বিরত করেছে আমায় । ফ্যাকাল্টি , সেমিনার ভুলে দেবদারু তলায়
মেলা বসাতে বসেছিলুম ফানুসের !
তোমার চলে যাওয়ায় —
নিজের সলিল সমাধিতে ব্যর্থ হয়ে
ফিরে এলুম মায়ের

