দেয়ালের বুক ডুবে আছে,
কিলবিল কালো জলে ছেয়ে আছে চোখ,
মানুষের ক্ষতগুলি জলে ভিজে ফেঁপে আছে, সকরুণ মুখ।
উজানের ঢলে ঢেউ মৃত্যুর সতর্ক পিয়াস,
ডুবে গেছে জোছনার মৃদঙ্গ শরীর, প্রিয় সে নিবাস।
জোনাকির পাখা ছুঁয়ে ভেসে গেছে পরাভূত সাধ,
কেউ নেই, কিছু নেই, শুধু অবসাদ।
জলে ভাসা তরুনীর