তারে চাহিতে, চক্ষুষ্মান দিশায় যাতনা মিলিয়ে যায়
শত দহনেও জলের ছিটায় যেন স্বস্থি বিলায়
তারই প্রহরায় ছায়া যেন পথের আঙ্গিনায় বিছায়। কি অবিরাম স্বস্থি! প্রকৃতি খেলায়
স্বচ্ছ হাওয়া দলে দলে খিল খিলিয়ে যায়
মন ভরা যাতনা লয়ে এ কি আশ্বাস বিলায়?
তারে চাহিতে উন্মুখ

