চিরঘুম
একদিন জন্ম
সকলের হাসি, নবজাতকের কান্না;
একসময় শিশু, একদিন শৈশব
গড়াগড়ি, খেলাধুলা;
একসময় কিশোর, একদিন কৈশোর
পড়ালেখা জীবন, ছটফটে মন;
একসময় দুরন্ত, একদিন যৌবন
প্রেমের অনুভব, মন উচাটন;
একসময় কাঁধে জোয়াল, একদিন সংসার
সন্তান পরিবার, ছুটন্ত জীবন;
একসময় অবসর, একদিন প্রৌঢ়ত্ব
থিতু হয়ে বসা, ডাকের অপেক্ষা;
একসময় ওপারের ডাক, একদিন বার্ধক্য
সকলের কান্না,