নাগিনীর রক্ত স্রোত
সেই চোখে ভয়
তবুও তৃষ্ণার্ত তুমি
যৌবন জ্বালায় ক্ষয়। নীলাভ আনন্দ আমার
ভূমি বিহীন রাজা
ভাঙ্গা পুতুল বাসর সাজাই
দুঃস্বপ্নের পোশাক পরে
গাঢ় দুপুরে সাজা। তবুও সোদা গন্ধে দুজনের জাগরণ
ধোঁয়া উঠা কাপে থাকে
ভাঙ্গনের আবরণ
রং নিয়ে কারকারি
এ কেমন কারবার
ধূসর বেলাতে এসে
ভয়

