বিরক্তিকর লাগতো আমাদের,
কারক-বিভক্তির মারপ্যাঁচে
জীবনটা তখন ওষ্ঠাগত। এমন এক ক্লাস শেষে,
কপট রাগ মিশ্রিত কন্ঠের
অনুরোধাক্রান্ত সাবধান বানী-
“এ-পাড়ায় তোরা আর
ঘুরঘুর করিসনে অরুণ,
মেঝ’দা সামনে পেলে
তোদের ঠ্যাঙাবে।” সন্ধ্যায় নিরঞ্জনকে,
বিপাশার কথাটা বলতেই-
শান্ত ছেলেটা হঠাৎই রেগে বুম
“যা ব্যাটা ভীতু কোথাকার,
শুধু সাবধান বানীটাই দেখলি
ভালোবাসাটা বুঝলি না।”

