লুকোচুরি
এক পেগ নির্জলা আগুন গলা দিয়ে নামতেই চন্দ্র
নেমে এল নীচে, অনেক কাছাকাছি
চাঁদের সাথে দূরত্ব এখন মাত্র কয়েক হাত
মাথার উপর লাল মেঘে ঢাকা কালো বিন্দু
বিনিতা দিদির কপালে এঁটে বসলে বেশ লাগে
চাঁদটাকে কেমন সিগারেটের ধোঁয়ার মত পানসে দেখাচ্ছে
টান দিলেই সিগারেটটা গনগনে, নইলে
ছাইয়ের আবরনে ঢেকে থাকে চাপা