সেও তো মেশে সাগরের মোহনায়
যে ফুল ফোটে ঝোপেঝাড়ে অনাদরে
তাকেও ভ্রমর খুঁজে নেয় পরম আদরে
একা একা ওড়ে যে পাখি আকাশ সীমানায়
তার জন্যও ছোট্ট নীড়ে থাকে কেউ অপেক্ষায়
যে ঢেউ আলতো ছোঁয়ার খেলা করে সমুদ্রের বুকে
সেও সংগ্রামী জীবনের পালতোলা নৌকোতে থাকে সুখে। চোখের

