স্বাক্ষর রেখে যাবে তাঁর;
রেখে যাবে এই বসন্তে অনেক রহস্যের উপমা।
এই পৌত্তলিক মননে মহিমান্বিত তুমি।
স্বমহিমায় ফোটাও যতো ফুল।
আমি প্রতিক্ষীত জগতের এই ক্ষয়িষ্ণু মানব;
স্বতঃসিদ্ধ ঢঙে ঘর্মাক্ত তৃপ্তির দায় চোখে
নিয়ে পাড়ি দিচ্ছি পৃথিবীর প্রলয়ের পথ
প্রলম্বিত প্রহর

