নেই মানে
আচ্ছা, তুমি যখন ছিলেনা আমার প্রাণে,
ছিলেনা আমার জলবায়ু ও ইতিহাসের কোন কোণে,
আমার কি রাত ভেঙ্গে সকাল জাগতোনা?
নাকি, নিত্যিকার শিস্ দিয়ে ডেকে তোলা বুলবুলি তোমাদের বাগানেরই বাঁধাজন ছিল?
নয়তো?
তা যদি হয়, মূহুর্তের অদর্শন, যোগাযোগহীনতা,
কিভাবে এমন পেড়ে ফেলবার
ক্ষমতাধর দৈত্যের স্বীকৃতি পেয়ে
গেল বলো?
কোন