খুশিতে সজল
জানি, প্রতিবাদী তুমি বুকে প্রচণ্ড ঘা
কলম তোমার তাই যে জ্বলে উঠে তা;
কত মিসিল স্লোগান সবি হয় সার
হৃদয়ে ব্যাথার ঢেউ জাগে বার বার।
রাজপথ শূন্য তুমি চলছো একাকী
স্বার্থান্ধ সুযোগ বুঝে শুধু মারে উঁকি;
তবেই বিপ্লব যেন স্বার্থক, সফল
জনতাও সাথে, সাথি কলমের বল।
বিফলে ভাবছো তুমি, এ শনির