তুমি তোমার মন কে শুনলে না
দেখলে না
আপন অক্ষির বাঁকে অলকানন্দার জোয়ার,
গোঁয়ারের মত ছুটলে কেবল, দুর্মার
দাম্ভিকতার জোরে! আফসোস!
একটু হাসির জন্য ফুটেছিলো যে ফুল
তার মর্ম ধুলোয় মিটিয়েছ অন্ধ- অহংকারে!
একদিন এই দম্ভ তোমাকেই কুরে কুরে খাবে,
হায়েনার উন্মাদনায় রসদ জোগাবে –
তোমারই আর্তচিৎকার! সবুজ

