নয়নাভিরাম সাপ নড়েচড়ে—
অন্তহীন রূপে কেঁপে উঠছে দালানকোঠা
তুমি যেও না দূরের ঐ গুহায়
পাহাড়ি মেয়েদের সমবেত পা’য়ের নৃত্যে
কি অবাধে তুলে দিচ্ছ নূপুরের বোল কিংবা
চুলের ফুলে হয়ে যাচ্ছ ভ্রমর গুঞ্জরণ। যেও না নীলাঞ্জ, বলো না কথা ওদের সাথে
সুরঞ্জনা’কে যেভাবে থামতে বলা হয়েছিল
চাইছি না থামাতে
শুধু

