আশীর্বাদ জল
এ জল -সে জল আহা মন্দ কিসের
সত্যিই সময়গুলো এভাবে ফুরায়
দেখো সকাল কিংবা দুপুর রাত্রি!
হঠাৎ একদিন হয়ে যাবে প্রিয় মুখের-
সুবাসিত চন্দ্রবাতি -সুবাসিত চন্দ্রবাতি।
ভাল লাগা হয় জন্ম মৃত্যুর ফলাফল
সেই সু-অপেক্ষায় চলছে জীবন সংসার
তবুও আশীর্বাদ রয়ে যায় জন্মদিনের-
দুলছে ফুল -হাসছে চাঁদ শস্য শ্যামল
কমতি কি আমার