যত ভয় যত সংশয় আজকাল সত্যের
নিন্ম মধ্যবিত্তের
মাস্তি করো, হুইস্কি বেয়ার সীসা টানো
উম্মাদনায় নিম্নাঙ্গ খুলে রাখো, কোনো ভয় নেই
উঁচুতলায় তোমরা থাকো, যা দেখার তোমরা দেখো
ফকির মিসকিন অনাথ যত মৃত্যুর কোনো ভয় নেই
সেটাও বলো
প্রশ্ন জাগে পৃথিবীর বুকে তোমরা কি জন্মেছিলে
মাতৃগর্ভ, পিতৃছায়া মনে হয় না

