তুমি যে একা তাই তোমায় আমরা
সম্পূর্ণ গ্রাস করতে চেয়েছি
রাহুগ্রস্ত চাঁদের মত
তাই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে
কেঁচোর মতো ভিখিরী হাত সরিয়ে নিয়েছি
জানি তুমি এসে বলবে, কি গো তোমরা কই ?
আমরা বসে বসে শুনব, হাসব, মজা দেখবো,
কথার উত্তর দেব না, অজুহাত দেখাবো
যাতে তুমি