কত সময়ে-অসময়ে হারিয়ে যাচ্ছি মায়াজালে
কত জীবন মুহুর্মুহ, তলিয়ে যাচ্ছে সম্মুখপানে
কত মানুষ দলছুট হয়ে, ঘুরে বেড়াচ্ছে সন্দর্পনে শত মানব গড়ছে সদা, পবিত্র ধরা রঙ্গশালা
শত জনে করছে গল্প, কথার মধ্যে মিথ্যে মশলা
শত জনম চলছে এমন, আগামী বিশ্ব অপেক্ষমান
শত যুগের ইতিহাস দেখো,

