গুটিশুটি শীত পাহাড়ে,
আদুল গায়ে ছোট্ট পুকুর
খাচ্ছে চুমু শীতের গালে। রক্ষী গাছের চোখরাঙ্গানি
থোড়াই কেয়ার শীত বালিকার,
প্রধানমন্ত্রী সড়ক বেয়ে
দর্পে হাঁটে মোষ ক্যারাভ্যান। হাঁচছে টাওয়ার, কাশছে টাওয়ার,
ধুঁকছে টাওয়ার, আসছে পৌষ,
ন্যাংটো ছেলে ডিগবাজী খায়
নবান্ন ধান আঁতুড়ঘরে।

