অর্ধনমিত সকাল
একদিন সাইবেরিয়ার মত পাখি উড়ে আসবে
সীমাহীন ডানা বিছিয়ে অতিথি নগরীর ভেতর;
তারপর! পা কাঁপিয়ে শৈত্যজলের কচুরিপানা-
জলশামুক, মাছ-কাঁকড়া, বুনো কলমিডগা শেকড়ের
গহীন অরণ্যে নৃত্য দোলাবে। অবাধে নিশ্চিন্তঃ
চারদিক ঘোরলাগা ধাতুবিষের ঠোঁট উড়বে
তবু বাতাসে কুয়াশার গীত বিতান শোনাবে
মুঞ্জরিত প্রাণে দাঁড়ানো একতাল মেরুদণ্ডের গান-
ঘাসের শিশিরধৌত মুখ, অর্ধনমিত সকাল
মৃত্যু নিশানা