একমুঠো স্বপ্নকে ধরবো বলে সারাদিন,
স্বপ্নের পিছনে দৌড়াই,
ছুটে বেড়াই এদিক অথবা ওদিক,
স্বপ্নেরা এসে স্বপ্ন দেখায়,
ধরা দেবে, ধরা দেবে করেও
চলে যায় নাগালের অন্য পাড়ে,
পাশ কাটিয়ে চলে যায়,
এই সব সময় থেকে অন্য কোন সময়ে।
স্বপ্নের পিছনে এই ছুটে চলা,
তোমার পিছনে ছুটে চলার মতোই
বার বার
অল্প
একদিন অনেক রাতে
তুই আর আমি,
হাতে হাত ছিল
চোখে চোখ
মনে মন রাখতে গিয়েই চোখ লবণ,
কিছু না বলা কথা ছিল
কিছু অনুভব
অনেকটা ভালোবাসা
আর বেশ খানিকটা নিস্তব্ধ রাতের প্রহর;
সুখ আর কতক্ষণের বল?
তারপর বিচ্ছিন্নতা
আর বাকি রাত দু:খ দু:খ অনুভব;
তুই, আমি
দিন, রাত
আর চাঁদ, সূর্য মিলেই
আমাদের ভালোবাসার গল্প,
কখনো
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৫৪ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি
জনমে জনমে জমা যে আলো
প্রতিদিন আমি জন্ম নিতে থাকি তোমার
বুকের উত্তাপের ভেতর।
প্রতিরাতে যে নিশ্বাস আমি গ্রহণ করি,
তার উৎসে জমে থাকে তোমার উপাত্ত-
একদিন এই বাংলার ঘন শ্যামলে যে ছবি
আমি এঁকে রেখেছিলাম;
তোমার শিয়রেই খুঁজে পাই তার তৃণসূর্য-
আর বলি, কী অপূর্ব আলোয় আমায়
ঘিরে রেখেছ প্রভূ!
মানুষের জন্য –
মৌবনী
কতবার ভেবেছি তুমি যদি মাঝি হয়ে
আমায় জলের বুকে ভাসিয়ে নিতে
দাঁড় বেয়ে বেয়ে চলে যেতে বহুদূর
আমি শাপলা পদ্ম তুলে নৌকায় রাখি
তুমি না হয় একটা মালা গড়ে দিও
কানপাশা খুলে ছোট্ট একরত্তি চুমু
তারপর নিয়ে যেও অচেনা এক পারে
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৫১ বার দেখা
| ৯৩ শব্দ ১টি ছবি