চন্দ্রবিন্দুর কষ্ট
০১
কিছু কিছু কষ্ট বেদনার নামান্তর
মন পুড়ে না, কেবল পুড়ে অন্তর!
০২
কোথা হতে আসে চন্দ্রাবতী, কোথা হতে বিন্দু
বেদনার ভার বইতে পারে, কোথায় এমন সিন্ধু?
০৩
কুয়াশা আর কুআশা এরা দু’জন যমজ ভাই
হতাশ মানুষ ভাবে তার পাশে আর কেউ নাই!
০৪
যার বেদনা লুকানোর কোনো জায়গা নেই
যেজন তাকে বুকে তুলে