বন্ধু তোমার কিসের অহংকার?
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
ধনসম্পদ, টাকাপয়সা, সোনার অলঙ্কার,
বিলাসবহুল বাড়ি, নাকি রূপের ঝঙ্কার?
একবার স্রষ্টার সৃষ্টির দিকে তাকাও বন্ধু,
দেখ যিনি এই বিশ্ববহ্মাণ্ড করেছে আবিস্কার!
তোমার আমার যা কিছু আছে সবই স্রষ্টার,
বন্ধু তোমার কিসের এতো অহংকার?
স্রষ্টার সূর্যের দিকে তাকাও বন্ধু,
দেখ সূর্যের