অভিশপ্ত হলে আগুন জ্বলে উঠবে
আমরা শীত দেখেছি রাশিয়ার
দেখেছি ইউরোপ – এমিরিকার
সেখানে ঋণাত্মক চল্লিশ ডিগ্রীর
শীতেও মানুষের আয়ু বেড়ে যায়
আর আমার বাংলাদেশে
এবং
আমাদের বাংলাদেশে
মাত্র ধনাত্মক সাত ডিগ্রীর শীতও
ডেকে নিয়ে আসে হাজার হাজার মৃত্যু
একটি কম্বল!
হ্যাঁ – শুধু একটি মাত্র কম্বলের অভাবে
মানুষের মৃত্যু হয় মাংগাময়