পরাধীনতার গ্লানি মুছে দিল বাঙ্গালীর স্বাধীনতা,
কি আশা ছিল শহীদের প্রাণে কেউ ভাবে সে কথা?
নির্মম ভাবে লুটে নিয়েছিল মা বোনের সম্ভ্রম,
রক্ত ঝরায়ে সফলতা পেয়েছে স্বাধীনতা সংগ্রাম।
মুক্ত আকাশে উড়েছে পাখী স্বাধীন হয়েছে দেশ,
তবুও আজো বাঙ্গালীতে মিশে পরাধীনতার রেশ।
রেষারেষি আর হানাহানিতে মাতোয়ারা যেন