সব মুছে ফেলেছি –
স্থাবর –অস্থাবর;
সকল সম্পত্তি
তিল তিল করে জমিয়ে রাখা সমস্ত অনুভূতি
সব মুছে ফেলেছি –
ইনবক্স, টেক্স, ই-মেইল
ফোন নম্বর, কন্ট্যাক্ট ইনফো, ফেইসবুক আই ডি।
সব মুছে ফেলেছি –
স-ব।
গাল ছুঁয়ে থাকা হাতের স্পর্শ;
ঠোঁটের ভাজে ঠোঁট
বুকের মাঝে সোদা গন্ধ
লেপটে যাওয়া লিপস্টিকের দাগ
উম্মুক্ত