পলাতক বাতাসে
খোঁপা খুলে যাওয়া এলোমেলো চুলে,
দেখেছিলাম তোমায় নিয়ন অালোতে ৷ অনুপ্রবেশ করলে সীমান্ত পেরিয়ে
হৃদয়ের করিডোরে
নিমিষে মনের মানচিত্রের দখল নিলে,
আর আমিও পরবাসী হলাম সেই থেকে ৷ তুমিই জয়ী আজ দখলের রাজত্বে
আমিও গেলাম হেরে
আবিষ্কার হলাম আমি তোমার আয়ত্তে,
বর্গাচাষী অাজ অামি

