প্রকৃতি জাগ্রত হঠাৎ হল বিব্রত,
আকস্মিকতায় মগ্ন বাধ্য বিস্মিত।
অনাগত আগামী ধর্মের গোঁড়ামি,
সহস্র অজুহাতে আদালতে আসামী। বিবর্ণ প্রকৃতি অপূর্ণ প্রভৃতি,
শত অনুনয় তবু পাচ্ছেনা নিষ্কৃতি।
বৃষ্টির সন্ধ্যায় ব্যয় হয় সঞ্চয়,
বিঘ্ন ঘটাতে স্মৃতি থাকে অব্যয়। রক্তিম গোধূলি সূর্য বেখেয়ালি,
রাত্রির আঁধারেরা যে আলোর কাঙালি।
মিটিমিটি

